ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি................................
নওগাঁর ধামইরহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির আগস্ট/২০২২ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সীমান্তে মাদকসেবী দৌরাত্ব কমানে নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত গৃহিত হয়।
৮ আগস্ট দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, ওবায়দুল হক সরকার, মোসাদ্দেক হোসেন, মাহফুজুল আলম লাকী, গোলাম কিবরিয়া, আলহিল মাহমুদ চৌধুরী, কোম্পানী কমান্ডার মালেক, ও আসাদুজ্জামান, কাজী সমিতির সভাপতি মজিবর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ অংশ নেন।
বক্তাগণ সম্প্রতি সীমান্তে উপজেলা প্রকৌশলীকে পরিচয় দেওয়ার পরও হেনস্তা করার তীব্র প্রতিবাদ জানান উপস্থিত সকল বক্তাগণ। এ সময় সীমান্তে মাদক সেবীদের তৎপতা বৃদ্ধি পেয়েছে স্বীকার করে চকচন্ডি কোম্পানী কমান্ডার আসাদুজ্জামান বলেন, ‘আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে সীমান্ত অপরাধ নির্মূলে কাজ করছি, তাই মাদক সেবী, ব্যবসায়ী সকলের তৎপরতা রোধে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর