# মোঃ রাসাদুদ জামান আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানা বান্দাইখাড়া বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন একাত্তরের রঙ্গনের বীর সন্তান নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন সরদার (৭০) ইন্তেকাল করেছেন। (২০ সেপ্টেম্বর) ভোর ৪:০০ মিনিট এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার ( ২০ সেপ্টেম্বর) আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বান্দাইখাড়া বধ্যভূমিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামাণিক তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি ছিলেন আমাদের জন্য একজন অনুপ্রেরণাদায়ক সহযোদ্ধা। তার অবদান দেশ ও জাতি স্বরণ করবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর