মোঃ ফিরোজ আহমেদ , আত্রাই থেকে..........................
নওগাঁর আত্রাইয়ে সোনার চেইনসহ আটক চোরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার নওগাঁ জেলা কারাগারে তাকে পাঠানো হয়েছে। আটককৃত সুমন প্রামানিক (২৬) উপজেলার পারগুড়নই গ্রামের বাসিন্দা।
জানা যায়, সুমন গত ৪/৫ দিন ধরে আত্রাই হাসপাতালে পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পুরুষ ওয়ার্ডের বারান্দায় মহিলা রোগী ঘুমন্ত অবস্থায় থাকার সুযোগে তার গলার চেইন খুলে নেয়। পরে ওই রোগীর মেয়ের হাতের বালা খুলতে গেলে শিশুটি চিৎকার দিয়ে উঠে। এতে পাশের লোকজন টের পাওয়ায় চোর দৌঁড়ে পালাতে গেলে রোগীর স্বজনরা চোরকে ধরে রেখে থানায় খবর দেন।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে সুমন নামে একজনকে আটক করা হয়। এজাহারের ভিত্তিতে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর