মোঃ ফিরোজ আহমেদ,
আত্রাই নওগাঁ.........................
নওগাঁর আত্রাইয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত ২৮ জুলাই বৃহস্পতিবার ঘটনার রহস্য উদঘাটনে মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এস আই মোশারফ হোসেন আসামী মাহফুজুরের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত ৮ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ২৬ জুলাই নিজ শয়ন ঘর থেকে গৃহবধু সাবিনা ইয়াসমিন(১৯) এর লাশ উদ্ধার করে থানা পুলিশ। ২৭ জুলাই মৃতার বাবা আব্দুস সামাদ(৫৫) বাদি হয়ে মৃতার স্বামী মাহফুজুর রহমান (৩৫) ও শ্বাশুরী নাছিমা বেওয়া(৫৫) দ্বয়কে আসামী করে আত্রাই থানায় এজাহার দেন। এজাহারটি আমলে নিয়ে মামলা রেকর্ড করা হয়। আত্রাই থানার মামলা নং ২২ তারিখ ২৭ জুলাই ধারা ৩০২/২০১/৩৪ পেনারকোর্ড মোতাবেক তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেন ওই দিন আসামী মাহফুজুরকে আটক করে জেল হাজতে পাঠিয়েদেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর