আত্রাই প্রতিনিধি.................................
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পল্লী বিদ্যুতের একজন মিটার চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোর নওগাঁ সদর উপজেলার রজাকপুর মহল্লার মৃত শুকুর আলীর ছেলে ছামাদ আলী (২৪)।
জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাতের যে কোন সময় উপজেলার জাতআমরুল গ্রামের আক্কাছ আলীর রাইচ মিলের মিটার চুরি হয়ে যায়। চোর মিটার চুরি করে নিয়ে যাবার সময় একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যায় এবং ওই নম্বরে বিকাশে টাকা দাবি করা হয়। এ ব্যাপারে রাইচমিলের ম্যানেজার আত্রাই থানায় একটি মামলা করেন।
ওই মামলার ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দুপুরে ছামাদ আলীকে মিটারসহ উপজেলার তিন রাস্তার মোড় থেকে গ্রেফতার করে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,পল্লী বিদ্যুতের মিটার চোরদের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে। ছামাদ ওই চক্রের একজন সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করে এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর