আত্রাই প্রতিনিধি.........................................
নওগাঁর আত্রাইয়ে রান্নার চুলার ধোয়া ঘরে ঢোকাকে কেন্দ্র করে মারামারিতে আলমগীর হোসেন নামে একজন নিহত হয়েছে। নিহত আলমগীর উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।
থানা ও প্রত্যক্ষদর্শী জানান, মৃত আলমগীরের স্ত্রী বাড়ির সীমানা সংলগ্ন স্থানে রান্নার চুলা নির্মাণ করে। এতে রান্নার সময় প্রতিবেশী আক্তারের ঘরে ধোয়া যায়। এতে করে মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক সারে নয়টায় বাড়ির পার্শ্বে রাস্তায় আলমগীর ও আক্তারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আক্তার উপর্যপুরি কিল ঘুসি মারলে ঘটনা স্থলে আলমগীর পড়ে যায়। প্রতিবেশীরা আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে আক্তারের বাড়িঘরে তালা দিয়ে পরিবারের সকল সদস্য গাঢাকা দিয়েছে।
আত্রাই থানা পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর