নওগাঁ প্রতিনিধি...............................................................................
“ স্মাট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস । এ উপলক্ষে উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পহেলা নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি যুব র্যালী ও উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা ও লোনের চেক এবং সনদ পত্র বিতরন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সন্জিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ এবাদুর রহমান প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন। সভায় অন্যআন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংবাদিক মোঃ কামাল উদ্দিন টগর প্রমূখ। সফল উপকার ভোগী মোঃ সাবের আলীর সঞ্চলনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি অফিসার ও যুবউন্নয়ন কর্তৃক প্রশিক্ষনার্থী,সুধি জনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বারো জন উপকার ভোগীদেরকে চৌদ্দ লাখ ছাব্বিশ হাজার টাকা যুব লোনের চেক ও প্রশিক্ষনাথীদের মধ্যে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর