ক্যাপশন: আত্রাইয়ের একটি কচু ক্ষেত থেকে ছবিটি নেয়া ।.........ছবি:ফিরোজ
# মোঃ ফিরোজ হোসাইন, আত্রাই নওগাঁ থেকে.................................
প্রায়ই সব মানুষই কচু খেতে অভ্যস্ত। সবার কাছে পছন্দের একটা সবজি। যূগ যূগ ধরে কচু চাষ হয়ে থাকে দেশের সব এলাকাতে। তবে রাজশাহী, নওগাঁসহ সমগ্র উত্তরাঞ্চলে বেশি পরিমাণ কচু চাষ হয়ে থাকে।ইদানিং নওগাঁ জেলার আত্রাইয়ে এলাকার জনগণের কাছে বেশ জনপ্রিয় হয়েছে উঠেছে অধিক পুষ্টিগুন সম্পন্ন কচু চাষ৷
আত্রাইয়ের বান্দাইখাড়া গ্রামের কচু চাষী মোঃ বাবলুর রহমান বলেন, আমি কয়েক বছর যাবত বাণিজ্যিক ভাবে কচুর চাষ শুরু করেছি। তা থেকে আমি অনেক লাভবান হয়েছি। এই সবজির আবাদটা পুরোটাই লাভজনক মনে হচ্ছে। কোন অংশটায় নষ্ট হয় না বা ফেলে দিতে হচ্ছে না। পরিবারের চাহিদাও পূরন করে হাট বাজারে বিক্রি করে আমি অনেকটা লাভবান হচ্ছি। আমি আরো আগামীতে কচু চাষ বৃদ্ধি করবো ইনশাল্লাহ।
বর্তমান এই কচু দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের একটি লাভজনক ফসল। আমি নিজে উদ্যোগ নিয়ে পরীক্ষামূলক ভাবে কচুর চারা সংগ্রহ করে কিছু কৃষককে উদ্বুদ্ধ করে কচু চাষ শুরু করেছি। বর্তমানে কৃষকরা তাদের কচু তোলা শুরু করেছেন। এতে করে কৃষকরা কচু থেকে ভালো লাভ পাচ্ছেন বলে জানা গেছে।
তিনি আরো বলেন একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করলে জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়। কচু চাষে অনেক সুবিধা রয়েছে যেমন, এই সবজি যে কোন জমিতে চাষ করা সম্ভব, সবজি হিসেবে বাজারে আদরে বিক্রির পাশাপাশি চারা হিসেবেও কচুর কান্ড বিক্রি করা যায় অথ্যাৎ এই কচুর সমস্ত টায় লাভজনক।#
এডিট: আরজা/০৪
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর