মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি....................................................
নওগাঁর আত্রাইয়ে খেলতে গিয়ে নিখোঁজ শিশু ইব্রাহিমের ছয় দিনেও খোঁজ মিলেনি৷
নওগাঁর আত্রাইয়ের শ্রীধরগুরনই গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে ইব্রাহিম (৬) নামে এক শিশু ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা হযরত আলী আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ শিশু ইব্রাহিম উপজেলার শ্রীধরগুরনই গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।
পুলিশ ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে খেলার কথা বলে শিশু ইব্রাহিম বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে বাড়ির পাশের নদীতে স্থানীয় জেলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ডুবারু টিম দীর্ঘ সময় ধরে খোঁজাখুজি করেও শিশুটির কোন সন্ধান না পেলে শিশুটির বাবা শুক্রবার রাতে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ৫০৪ তারিখ ১১,১১,২০২২ ইং।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেকুর রহমান বলেন আমরা ইতি মধ্যে বিভিন্ন থানায় মাসেজ পাঠিয়েছি৷ এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালাইতেছি৷ শিশুটি উদ্ধার হলে প্রকৃত রহস্য জানতে পারবো৷#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর