# মোঃ ফিরোজ হোসাইন, আত্রাই প্রতিনিধি.......................................
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোর যেন মৃত্যুর ফাঁদ !নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজার তিন মাথার মোড় যেন একটা মৃত্যুর ফাঁদে পরিনত৷
আজ ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকাল ১,২০মিঃ বান্দাইখাড়া বয়তুল্যাহসেতু থেকে নামতে গিয়ে ব্রেক ফেল হয়ে অল্পের জন্যো অনেক গুলো জীবন রক্ষা পেলো তিন টা মোটর সাইকেল ও একটি অটোভ্যান গুরা হয়ে পার্শে থাকা যাত্রী ছাওনি গুরা হয়ে সিমেন্ট বুঝাই ট্রাকটি আটকে জায় গাড়ী থাকা ড্রাইভার কে ৪০ মিঃ জাবত জণগণ চেষ্টা চালিয়ে বাহির করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয় ড্রাইভারের অবস্থা আশংকাজনক৷ গাড়ী নং ঢাকা মেট্রো উ ১৪-৩৪১১ নং মাঝে মধ্যে প্রায় এ এখানে এরকম
এই তিন মাথার মোড়ে এক্সিডেন্ট লেগেই থাকে এখানে দেখার মতো কেহই নাই৷
প্রতিনিয়ত এই দূর্ঘটনা হওয়ার কারনে সাধারণ জণগন একটা আতঙ্ক নিয়ে রাস্তা চলা চল করতে হচ্ছে। এলাকার মানুষের দাবি এই বধ্যভূমির সুন্দর পরিবেশ তৈরি হোক এটাই সকলের কামনা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর