মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাসুম এয়ার ট্রাভেলস আলেম ও হাজীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার মাহতামিম,মাদ্রাসার শিক্ষক ও হাজীগণ অংশ নেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাসুম এয়ার ট্রাভেলসের উদ্যোগে এবং আব্দুল আলীম হজ গ্রুপের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুজাহিদ খান। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকার মাসুম এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব হযরত মাওলানা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক(অব)আলহাজ্ব এএফএম মনসুর রহমান, নওগাঁ দপ্তরিপাড়া জামিয়া ইসলামীয়া দারুলউলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মো.আব্দুল হালিম,পালশা আশরাফুল উলুম মাদ্রাসার মাহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন আব্দুল আলীম হজ গ্রুপের স্বত্বাধিকারী হাফেজ মো.আব্দুল আলীম। হজের বিভিন্ন বিষয়ে বক্তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় বক্তারা বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত অন্যান্য ইবাদতের চেয়ে ভিন্ন। যথাসময়ে যথা নিয়মে এই ইবাদত আদায় করতে হয়। এজন্য এ ব্যাপারে সতর্ক না থাকলে হজের অনেক বিধান ত্রুটিপূর্ণ থেকে যায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর