# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গতকাল ৬ এপ্রিল ২০২৫ রবিবার সন্ধ্যা ৭টার পর থেকে বিরল আকৃতির শীলা এবং হালকা বৃষ্টি হয়েছে,যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে। এ শিলা বৃষ্টি প্রায় আধা ঘন্টা স্থায়ী ছিল।
সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া শিলাবৃষ্টির সঙ্গে মিশে ছিল ছোট ছোট বরফখণ্ড (শিলা) আত্রাইয়ের সাহেবগঞ্জ,পাঁচুপুর ও আহসানগঞ্জ এলাকায় পরিলক্ষিত হয় শিলাবৃষ্টি।হালকা বৃষ্টির সাথে শিলার আকার ছিল অস্বাভাবিক। অনেকেই এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন, বিশেষ করে শীলার আঘাতে টিনের ছাদে তীব্র শব্দে স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তবে এতে কোনো প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শিলাবৃষ্টি একটি প্রাকৃতিক ঘটনা, যা সাধারণত মৌসুম পরিবর্তনের সময় তীব্র গরমে বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়ে ভারী হয়ে পড়ে। স্থানীয় কৃষকরা তাদের ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।কিছু মাটির ঘর ও টিনের চালের ক্ষতি হয়েছে।কিছু আমের গাছের কুড়ি ঝরে গেছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে আমের,লিচুর কুঁড়ির ও ধানের ব্যাপক ক্ষতি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়,আত্রাই ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে,তবে শিলা বৃষ্টি আবার হবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।এ রকম পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং জরুরি সহায়তার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর