# মোঃ রাসাদুদ জামান , আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি সোমবার (৭ জুলাই) রাত অনুমান ১০ টায় মৃত্যুবরণ করেন। ওবায়দুর ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের সন্ন্যাসবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের সন্তান ছিলেন।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ২টায় সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের আত্মত্যাগ দেশ ও জাতির জন্য অমূল্য অবদান। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, আফিল উদ্দিন, আনিসুর রহমান, খোদা বকস্, সিরাজুল ইসলাম, ইয়াছিন আলী মোল্লা, আক্কাছ আলী, আঃ সামাদ, আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর