প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৯:৩২ এ.এম
নওগাঁর আত্রাইয়ে যাকাত ও ফিতরার পরিমাণ নির্ধারণ

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১৪৪৬হিজরির জন্য যাকাত ও ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এ বছর জনপ্রতি ১০০ টাকা ও শতকরা আড়াই টাকা হিসেবে যাকাত দিতে হবে।
নওগাঁ জেলা আত্রাই উপজেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি।
তিনি বলেন, প্রতি কেজি গমের দাম ৫০ টাকা হিসাবে দুই কেজি গমের মূল্যের সমপরিমান ফিতরার নিসাব পরিমাণ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোনো ব্যক্তির বাৎসরিক আয়ের অর্থের সাড়ে ৫২ তোলা রুপার মূল্য হিসেবে এক লাখ ১০ হাজার টাকা উদ্বৃত্ত থাকলে শতকরা আড়াই টাকা যাকাত নির্ধারণ করা হয়েছে।
ইসলামী শরিয়াহ মতে মুসলিমরা সামর্থ্য অনুযায়ী যাকাত ও ফিতরা গরিবদের মাঝে বিতরণ করতে পারবেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর