মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন হাট- বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। তিন দিনে প্রতি কেজিতে দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৭০-৭৫ টাকা। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়।
আড়তদাররা জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। অন্যদিকে কৃষকেরা নতুন মৌসুমের বীজ রোপণ করায় সরবরাহও কমে গেছে।
বান্দাইখাড়া হাটের খুচরা বিক্রেতা আব্দুল কাদের সরদার বলেন, “পাইকারি পর্যায়ে দাম ২০-২৫ টাকা বেড়েছে, তাই বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, মৌসুম শেষ ও মজুদ কম থাকায় মোকামে দাম বৃদ্ধি পেয়েছে।
দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না দিলে বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর