# মোঃ রাসাদুদ জামান , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রোববার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ মনিরুল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি আত্রাই রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রামপুর বটতলী ব্রিজের পূর্বপাশে রেললাইনে ঘটেছে।
নিহত মনিরুল স্থায়ীভাবে বগুড়ার দুপচাচিয়ার বাসিন্দা হলেও ছোটবেলা থেকে আত্রাইয়ের আমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়ে ওঠেন। ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রামপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় মনিরুল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওহিদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই ঘটনা সম্পর্কে আমার কোনো জানা নেই এবং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমাকে কেউ খবর দেয়নি। বলেই তিনি ফোনটি কেটে দেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মনিরুল কর্মসংস্থানের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন বা দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করে পরিবারের কোনো দাবি না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর