1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
 অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি শাহরিয়ার ইলেভেনেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি উন্মোচন, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবে দোয়া  রূপসায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর দাফন সম্পন্ন পাবনা-৪ আসনের ভোটাররা  ক্লিন ইমেজের র্প্রাথীর অপেক্ষায় প্রহর গুণছে  দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই লটারির আয়োজন করা হয়।

উপজেলার ১৪টি পয়েন্টের জন্য ডিলার নিয়োগে মোট ৪৩ জন প্রার্থী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয় এবং অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্য থেকে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ১৪ জন ডিলার নির্বাচিত হন।

নিয়োগপ্রাপ্ত ডিলারদের তালিকায় রয়েছেন পাঁচুপুর ইউনিয়নের সাহেব গঞ্জ বাজার পয়েন্টে বাহাদুর, ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি হাট পয়েন্টে রণি মৃধা ও কাশিয়াবাড়ি স্লুইসগেট পয়েন্টে সাহাজান আলী খাঁন, বিশা ইউনিয়নের ভাঙ্গা জাঙ্গাল বাজার পয়েন্টে রবিউল ইসলাম, মনিয়ারী ইউনিয়নের নওদুলী বাজার পয়েন্টে শফিকুল সরদার ও পতিসর বাজার পয়েন্টে মজনুর রহমান, আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর বাজার পয়েন্টে তারিকুল ইসলাম ও সিংসাড়া বাজার পয়েন্টে ফারুক প্রামাণিক, কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার পয়েন্টে সালমান ও সামসুর, হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার পয়েন্টে রাসাদুজ্জামান ও সুমন এবং সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা রেল-স্টেশন পয়েন্টে আজাদ সরদার ও ভবানীপুর বাজার পয়েন্টে আশরাফুল ইসলাম।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, সুষ্ঠু ও স্বচ্ছতার মাধ্যমে ডিলার নির্বাচনের জন্য এই লটারির আয়োজন করা হয়েছে। নতুন ডিলাররা যেন তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন, সেই প্রত্যাশা করি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সহজ শর্তে ও সুলভ মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর, আত্রাই প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নির্ধারিত বিভিন্ন পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট