মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : নওগাঁয় দেশব্যাপী আলোচিত স্ত্রী হত্যা মামলার মূল আসামি তানভীর চৌধুরীকে মামলা দায়েরের মাত্র ২২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর থানাধীন চৈলাখেল নিজপাট গ্রামে অভিযান চালিয়ে তাকে হত্যায় ব্যবহৃত প্রাইভেট কারসহ আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নারী নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। পাঁচ বছর আগে তিনি প্রথম স্বামীকে তালাক দিয়ে তানভীরের সঙ্গে বিয়ে করেন। বিয়ের পরই তানভীরের আগের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি প্রকাশ পায়। পরবর্তীতে মাদকাসক্তি ও পারিবারিক কলহের কারণে সম্পর্কের অবনতি হলে ভিকটিম আদালতে যৌতুক নিরোধ ও খোরপোষ মামলা দায়ের করেন। গত ১১ সেপ্টেম্বর সকালে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নওগাঁ সদর মডেল থানাধীন ভাবানীপুর কাঠালতলী মোড় এলাকায় ওঁৎ পেতে থাকা তানভীর ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে স্ত্রীকে হত্যা করে।
ঘটনাটি দেশজুড়ে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এবং র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের যৌথ অভিযানে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের জৈন্তাপুর থেকে আসামি তানভীরকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তানভীর স্ত্রী হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর