বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় দোকানি ও পথচারীরা জানান, ব্রিজের নিচ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তারা নিচে তাকিয়ে পুরনো লুঙ্গি ও জ্যাকেট পরিহিত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মৃত ব্যক্তিকে এর আগে এলাকায় কেউ দেখেনি বলেও জানা গেছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন এবং কয়েকদিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর