প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ২:০৮ পি.এম
নওগাঁয় গ্রামীণ ব্যাংকের মত বিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি: গ্রামীণ ব্যাংকের কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ।
নওগাঁ জোনাল ম্যানেজার মো: আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সম্মানিত অথিতি ছিলেন ব্যবস্থপনা পরিচালক নূর মোহাম্মদ, বিশেস অতিথি ছিলেন উপ ব্যবস্থপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, মহা ব্যবস্থাপক আবু হায়াত আব্দুল মোত্তালিব।
এছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ জোনাল অডিট অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। মত বিনিময় সভায় নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার প্রায় সাড়ে ছয় শত কর্মী উপস্থিত ছিলেন। বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রামীণ ব্যাংকের আরো অগ্রগতির জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অথিতিবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর