মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁয় ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।
সভায় জেলার ১১ টি উপজেলার মডেল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা অংশ নেন। সভায় বক্তারা, সমাজ থেকে হিংসা, বিদ্বেস, সন্ত্রাস, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক সমস্যা সমূহ তুলে ধরে সেগুলো প্রতিরোধে ধর্মীয় নেতাদের অগ্রনী ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া প্রতিটি পরিবারে শিশুকাল থেকেই সন্তানদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান ও পরামর্শ দেন।
অনুষ্ঠানে ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের আওতায় ইমাম ও মোয়াজ্জিনদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার ১২ জন ইমামামকে বিনা সুদে মোট তিন লাখ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
নওগাঁ ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মো: মারুফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সাহেল মো: মাসুদুল ইসলাম, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার সাবেক মোহাদ্দিস হযরত মাওলানা আ.ন.ম আকরাম হোসাইন বক্তব্য প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর