ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় সোমবার ২ টায় উপজেলা সদর ইউনিয়ন গুজিরকান্দি গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত হোসাইন হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ফাঁসির দাবিতে ধোবাউড়া উপজেলা ধোবাউড়া থানার গুজিরকান্দি গ্রামে মেইন রোডে মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে নিহতের পরিবার এলাকাবাসী ও বিএনপি স্থানীয় নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সৈয়দ ইমরান সালেহ (প্রিন্স), উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক,ইউপি সদস্য কছর উদ্দিন বিশ্বাস, ছায়েদুল ইসলাম,জালাল উদ্দিন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবী করে বক্তব্য রাখেন, নেতা কর্মীরা সহ এলাকার সচেতনমহল। মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের প্রতি হোসাইন হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। নিহত হোসাইন ,গুজিরকান্দি গ্রামের ছায়েদুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পাশের গ্রাম বলরামপুরের হ্যাপ্পি নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কের জেরে এমন হত্যাকান্ড ঘটেছে বলে তাদের ধারনা। এ বিষয়ে ধোবাউড়া থানা ওসি( তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা সহ পুলিশ মাঠে রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর