# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া ঘোষগাও ইউনিয়ন উত্তর বালিগাও ভায়া এরশাদ বাজার পাকা সড়ক থেকে ৪টি মেহগনী গাছ কাটার অভিযোগ উঠেছে গাজিউর রহমানের বিরুদ্ধে। সরকারি রাস্তার এ গাছগুলোর মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। উপজেলার উত্তর বালিগাও গ্রামের এ ঘটনা।
সরেজমিনে গেলে প্রতিবেশীরা জানান, বুধবার বিকালে গাজিউর রহমান গংরা গাছগুলো কেটে নিয়ে যায়। এমন ঘটনা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রতিবেশী হযরত আলী জানান, গতকাল বিকালে গাছ গুলো কেটেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:) সালা উদ্দিন বিশ্বাস বলেন, খোজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর