# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্সূচির আওতায় ময়মনসিংহের ধোবাউড়ায় দুইজন ভিক্ষুক পরিবারকে আর ভিক্ষা করবেনা শর্তে ভিক্ষাবৃতি থেকে বেরিয়ে নিজ কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা ঘোষগাও ও দক্ষিনমাইজপাড়া ইউনিয়নে দুইজন ভিক্ষুকের হাতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য প্রতিজনের হাতে একটি করে দোকান অনুদান হিসাবে তুলে দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জ্বল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হালিম , দক্ষিনমাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন আহম্মেদ, ঘোষগাও ইউনিয়ন প্রশাসক বদরুদুদা সহ মো: নজরুল, জাকিরুল ইসলাম প্রমুখসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। উপকারভোগীরা হলেন বল্লভপুর গ্রামের এনামুল হক ও সালুয়াতলা গ্রামের ফাতেমা খাতুন।
আর্থসামাজিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনুদানের দোকান পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপকারভোগী দুই পরিবারের সদস্যরা।
ধোবাউড়া উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হালিম জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলা বাস্তবায়ন কমিটির মাধ্যমে ধোবাউড়া উপজেলার দুইজন ভিক্ষুককে আর ভিক্ষা না করার শর্তে অনুদান হিসাবে দেওয়া হয়েছে। আমরা আশা করি তারা সঠিক ভাবে দোকান পরিচালনা করলে দুইটি পরিবারই স্বাবলম্বী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জ্বল হোসেন বলেন, ভিক্ষুক পুনর্বাসনের জন্য যে টাকাটা বরাদ্দ আছে সেখান থেকে তাদেরকে নগদ অর্থ দেওয়ার সুযোগ ছিলো কিন্তু আমরা জানি যে তারা আসলে অভাবী পরিবার। তারা এই অর্থ নিজেরা খরচ করে ফেলতে পারে। ফলে এই টাকা হয়তো তাদের কোন কাজেই আসবে না। দোকান করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আসলে এইটাই তাদের মূলধন হিসেবে কাজ করবে। তাদের আর্থসামাজিক উন্নতি লাভ করবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর