# ধোবাউড়ায় প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায়র শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় তারাইকান্দিতে অবস্থিত বধ্যভূমিতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহিদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশান । পরক্ষনে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড সহ অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহিদ বৃদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় অংশ গ্রহন করেন, সহকারী কমিশনার ( ভূমি) নুসরাত জাহান অনন্যা, (ওসি) শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড সভাপতি আব্দুল কাদির, সাধারন সম্পাদক এক্সিভিশন বনোয়ারী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর