# ফজলুল হক, ( ধোবাউড়া) ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসি্যহের ধোবাউড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ধোবাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করার পরও কোন সুরাহা না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ধোবাউড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, পূর্ববহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্লকটির জন্য বরাদ্দ মোট ১৪ লক্ষ টাকা। বিদ্যালয়ের ওয়াশব্লকে থাকবে ছাত্র-ছাত্রীদের জন্য ২টি হাত ধোয়ার বেসিন, ২টি বাথরুম, ২টি কমোড, আলাদা ৪টি প্রস্রাবখানা। এছাড়াও থাকবে বিদ্যুৎচালিত পাম্প ও পানির ট্যাংকি।
অভিযোগ প্রসঙ্গে সরে জমিনে জানা যায়, এখন পর্যন্ত বিদ্যালয়টির ওয়াশব্লকের গ্রীল লাগানো হয়নি। আবার ভিতরের সব কাজ বাকি। সানসিটে তিন সূতা রড ছয় ইঞ্চি পর পর দেয়ার কথা থাকলেও তারা এক ফুট দূর দূর ব্যবহার করা ও নিম্নমানের সুরকী, রড কম দেয়া ও নিম্নমানের বালুর ব্যবহার সব অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।
ওয়াশ ব্লকের টিকাদারী প্রতিষ্ঠান সীম ট্যাক ইঞ্জিনিয়ারিং কন্ট্রাকশান সাথে অনিয়মের বিষয়ে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে জানানো হয় আমাদের আইডিতে ১১ টি ওয়াশ ব্লকের কাজ আছে। মিস্ত্রী তার ইচ্ছামত অনিয়ম করেছে আপাদত এখানের নির্মাণ কাজ বন্ধ থাকবে। হেড মিস্ত্রী নূর হোসেন জানান, আমরা ঠিক করে দেব।
স্থানীয় মোবারক হোসেন বলেন, অনেকদিন যাবৎ অনিয়ম হচ্ছে। কার কাছে জানাব কাউরে পায়না। পূর্ববহুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সুলতান মিয়া বলন, একাধিকবার কাজ বন্ধ করে অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।
এ বিষয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: সামিউল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি এখনই পর্যবেক্ষণ করে দেখছি এবং খতিয়ে দেখে ব্যবস্থা নেব।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর