# ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় বড় ভাইয়ের বাসার পানি নিষ্কাশনের পাইপ বন্ধ করে দিয়েছে ছোট ভাই। এতে বাসায় বসবাস করা পরিবারটির কয়েকটি কক্ষে পানি প্রবেশ করায় বিপাকে পরেছে পরিবারগুলো। ঘটনাটি ঘটেছে উপজেলা হাসপাতাল মোড় এলাকায়।
সরেজমিনে জানা যায়, আল মদিনা মাদ্রাসার পরিচালক ওলীউল্লাহ ও তার সহোদ বড় ভাই রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন যাবৎ হাসপাতাল মোড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে সহোদর দুই ভাইয়ের মাঝে আদালতে মোকদ্দমা চলমান রয়েছে। এর জের ধরে আল মদিনা মাদ্রাসার পরিচালক অলিউল্লা তার বড় ভাইয়ের ক্ষতিসাধন করতে বাসার পানি নিষ্কাশনের পাইপটির মুখে বালির বস্তা দিয়ে আটকে দেয়ার ফলে বৃষ্টির পানি জমে বাসায় হাঁটু পানি হয়ে গেছে। এতে করে বাসায় বসবাস করা পরিবারগুলো বিপাকে পড়েছে। তারা এমন মানব সৃষ্ট জলবদ্ধতা থেকে পরিত্রাণ চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
এনিয়ে অলিউল্লা বলেন, আমার নিজের জমি দিয়ে পানি নিষ্কাসনের কোন কিছু করতে দিবো না তা করবে এমন কোনো শক্তি নেই। অনেকদিন পানি যাবার সুযোগ দিয়েছি।
স্থানীয়রা অনেকেই জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ তাদের ৩ ভাইয়ের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলমান। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সালা উদ্দিন (বিশ্বাস) কে অবগত করা হলে, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুলকে বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর