# ফজলুল হক, ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় পরিত্যক্ত১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) ইং ভোরে ঘোষগাঁও বাজারের দক্ষিণ পাশে ধানক্ষেত থেকে এসব মদ জব্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে পুলিশের টহল চলাকালে গোপনে সংবাদ আসে ধান ক্ষেতে মাদক পড়ে আছে। সাথে সাথে এসআই (নিঃ) সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ০৬;৫৫ মিনিটে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার জানান, উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর