# ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: এমন অমানবিক ঘটনা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের খড়িয়া গ্রাম। বৃদ্ধা মিরাজ আলী (৯০) এর পুতের নাতি কাজল ও ইয়াছিনের বিরুদ্ধে সাকুল্যে জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ এনেছেন।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনুষ্যত্ববিহীন দাদা -নাতিদের কর্মকান্ড দেখলেও তাদের কাছে অসহায় তারা। ৯০ বছর বয়সী মিরাজ আলী উপজেলার সদর ইউনিয়নের খড়িয়ানগ্রামের বাসিন্দা। তিনি পুতের নাতি কাজল (৩৫) ও ইয়াছিন (২৮) এর বিরুদ্ধে জমি লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ এনেছেন।
স্ত্রী, ছেলে ও এক মেয়ে নিয়ে ছিল মিরাজ আলীর সংসার। মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে ছেলে চাঁন মিয়াকে বিয়ে সংসার চলতে থাকে। হঠাৎ বৃদ্ধার স্ত্রী মারা যায়। কিছুদিন যেতে না যেতেই ছেলে মারা যায়। বছর পার না হতেই পুতের বউ দুটি সন্তান রেখে মৃত্যু বরণ করেন। এর পর বৃদ্ধার শেষ ভরসা দুই পুতের নাতি। সেই শেষ ভরসার সম্পদই বৃদ্ধ বয়সে মিরাজ আলীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নাতীরা জোড়পূর্বক তার বাড়ি ভিটে সহ জমি লিখে নিয়েছে বৃদ্ধ বয়সে দেখভাল করার কথা বলে। কিন্তু দেখভাল তো দুরের কথা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার নাতীরা।চিকিৎসার অভাবে কাতরাচ্ছে বিছানায়। এখন আশ্রয়ে আছে তারই মেয়ের বাড়িতে কিন্তু আশ্রয়দাতাকে হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী মিরাজ আলী জানান, নাতীরা কয়ছে জমি আর একজনে নিতাছেগা তারা তারি লিখে দিতাম জোড় করে নিছেগা। এহন আমারে দেহেনা। সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছালামের সাথে যোগাযোগ করা হলে বলেন, জমি লিখে নিছে বিষয়টি সত্য এখন কি অবস্থায় আছে তা আমার জানা নেই।
এবিষয়ে ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। আমি খোঁজ খবর নিয়ে দেখব।
ধোবাউড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন বলেন, জমি লিখে নিয়ে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়া খুবই অমানবিক। আমি বিষয়টি জেনে এবিষয়ে সমাজ সেবার কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর