প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ২:০৯ পি.এম
ধোবাউড়ায় চলছে দ্রুত গতিতে রাস্তার কাজ, এলাকাবাসির স্বস্তি

# ফজলুল হক, ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা কলসিন্দুর টু পোড়াকান্দলিয়া মেইন রোড চলছে দ্রুত গতিতে রাস্তার কাজ এতে ভোগান্তি দুর হচ্ছে লাখো পথযাত্রীর। যেখানে প্রতিনিয়ত প্রাণ ফিরে পেয়েছে উপজেলাবাসী। এলাকাবাসীর প্রাণের দাবি নির্মাণ করতে হবে একটি সুন্দর ও সুগম রাস্তা। যে রাস্তা দিয়ে চলবে প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি অবধি ভ্যান, রিক্সা, অটোরিক্সা কিংবা অন্যান্য যানবাহন।
পথযাত্রী ইদ্রিছ আলী বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ থেকে অবহেলিত হয়ে ছিলাম ভাঙ্গাচুরা রাস্তা জন্য।আমাদের নিত্য দিনের সঙ্গী হচ্ছে দুর্ঘটনা। প্রতিদিন আমাদের ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। আর যোগাযোগ ব্যবস্থা বেহাল অবস্থা থাকায় রাস্তা চলাচলের অযোগ্য হওয়ায় আমরা সঠিক সময়ে যেতে পারি নাই। এখন যেতে পারব। এলাকাবাসী আব্দুল কুদ্দুছ বলেন, অনেকদিন ধরে রাস্তার কাজ বন্ধ ছিল। আমাদের যাতায়াতের কষ্ট দুর হচ্ছে আর ভোগান্তি পোহাতে হবে না আমরা চাই রাস্তার কাজটা ভালো হোক।
অন্যদিকে রাস্তা নির্মাণাধীন কর্মী ও ঠিকাদার মো: নোমান জানান, আমরা সুন্দর একটি রাস্তা করার চেষ্টা করছি। সকলের সহযোগীতা কামনা করছি।সমস্যা থকলে অবশ্যই জানাবেন। পুনরায় করার চেষ্টা করবো।
এলজিইডি উপজেলা প্রকৌশলী মো: শফিকুল ইসলাম মন্ডল বলেন, রাস্তা দেখার জন্য অডিট টিম আসবে। ক্রটি থাকলে উনি বিল উত্তোলন করতে পারবেন না। আমরা সার্বক্ষনিক খোজখবর রাখছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর