# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া মন্দিরঘোনা মোড় থেকে চুরি হওয়া ইজিবাইক ( অটো) সদর আদর্শ ডিগ্রী কলেজের সামন থেকে সহ হাঁতেনাতে চোরকে ধরল ধোবাউড়া থানা পুলিশ।
অভিযোগ সৃত্রে জানা যায়, ১৮ জুলাই দুপুরে অটোচালক আফাজ উদ্দিন প্রতিদিনের ন্যায় গাড়ীটি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে ঘোষগাও মান্দাতলী চৌরাস্তায় দাড় করিয়ে পাশে বোনের বাড়িতে যায়। কাজ সেরে এসে দেখেন তার অটোবাইকটি নেই। সাথে সাথে প্রত্যকটি রোডে খোঁজা খোজি শুরু করে থানায় খবর দেয়া হয়। এক ঘন্টার মাঝে উপজেলা সদর ডিগ্রী কলেজের সামনে থেকে অটোবাইক সহ হাঁতেনাতে চোঁরকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এ ঘটনায় আফাজ উদ্দিন বাদী হয়ে তিনজনকে আসামী করে ধোবাউড়া থানায় অভিযোগ দিয়েছেন। গ্রেপ্তারকৃত মো: নাজমুল ইসলাম (৩১) পিতা- ইনতাজ আলী, সাং হরিপুর, আলমাছ(৩০) সাং জরিপাপাড়া, আলামীন (২৮) সাং জিগাতলা।
এবিষয়ে অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, জনসাধারনের জনমাল রক্ষায় সর্বদায় কাজ করছে পুলিশ। অটোবাইকটি চুরি হয়েছে জানার সাথে সাথে পুলিশ মুভ করে হাঁতেনাতে ধরে ওটোবাইক উদ্ধারপূর্বক মামলা রুজু করে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর