# ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় সাব রেজিস্ট্রার আজমেরী নির্ঝরের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও দলিল রেজিষ্ট্রি করার পায়তারা করার অভিযোগ উঠছে।
তথ্য সূত্রে জানা যায়, ২০১৮ সালে ধোবাউড়া মৌজায় বি.আর.এস ৪২ ও ৪১১ খতিয়ানে ৩২৯০ ও ৩২৮৮ দাগে মোট ৫ শতাংশ ভূমি স্ত্রী কামরুন্নাহারকে হেবা ঘোষণা মূলে দান করেন তার স্বামী মাহবুবুল খান বাবুল। কিছুদিন পারিবারিক জীবন ভালোভাবে চললেও হঠাৎ করে তাদের মাঝে পারিবারিক কলহ সৃষ্টি হয়। সেই অসন্তোষ থেকে স্বামী মাহবুব আলম খান উক্ত হেবা ঘোষণা মূলে দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা দায়ের করেন। যার মোকাদ্দমা নং ১৭৫/ ২০২৫ ।
এ ঘটনায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। এরই মধ্যে স্ত্রী কামরুন্নাহার নামীয় ভূমি সাব রেজিষ্ট্রারের যোগসাজশে অন্যত্র হস্তান্তর করার পায়তারা করছে। এব্যাপারে মাহবুব আলম খান বলেন, জীবনের সুখে দুঃখে পাশে পাবো বলেই স্ত্রী কামরুন্নাহারকে বসত ভিটা দিয়ে ছিলাম কিন্তু বাস্তবে সে আমাকে বিতাড়িত করার চেষ্টা করছে। এজন্য উক্ত ভূমি ফেরত পেতে আদালতের দ্বারস্ত হয়েছি।
এব্যাপারে সাব রেজিষ্ট্রার আজমেরী নির্ঝর এর কাছে উক্ত ভূমি রেজিষ্ট্রি বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আদালতের একটি কপি হাতে পেয়েছি। বিধি মোতাবেক বিষয়টি খতিয়ে দেখবো।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর