# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানার বিভিন্ন ভাতা দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। কাউন্সিলরের এমন কর্মকান্ডের প্রতিবাদে তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। ধামইরহাট পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের ভুক্তভোগী পরিবারের সদস্যদের আযোজনে ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগণ অভিযোগ করেন মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা দেয়ার নাম করে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদ্য সাবেক কাউন্সিলর জেসমিন সুলতানা ওরফে জেসমিন বাসার বিভিন্ন অংকের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। বক্তাগণ জেসমিন বাসারকে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ধামইরহাট পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সেলিনা বেগম, পৌর বিএনপির আহবায়ক সদস্য শাহিনা ইয়াসমিন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল মান্নান চৌধুরী, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ অভিযোগ বিষয়ে জেসমিন বাসার কে ০১৭১৬-৩০৩০৫০ নম্বরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ আমি কারও কাছ থেকে টাকা নেয়নি, এসব অভিযোগ মিথ্যা, আমাকে রাজনৈতিক ভাবে হয়রানি করা হচ্ছে মাত্র।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর