মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তরিকুল ইসলাম (৩৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল তরিকুল ইসলামের গতিবিধি নজরদারিতে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ দল ধামইরহাট উপজেলার আমাইতারা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম মো. আ. মতিন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। র্যাব আরও জানিয়েছে, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর