# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর দুপুর ১২ টায় ইন্সটিটিউট অব হেলথ টেকলোজি (আইএইচটি)’র মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি শিক্ষার্থীরা স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড ও ২য় শ্রেনীর মর্যাদাসহ ৬ দফা দাবী নিয়ে এই বিক্ষোভ র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ধামইরহাট প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।
উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী মেডিকেল ছাত্র আন্দোলনের আহ্বায়ক সজল কুমার দাস, যুগ্ম আহবায়ক লিমন কুমার মন্ডল, যুগ্ম সদস্য সচিব মাসরুফা আক্তার, আহবায়ক সদস্য মোস্তারিফা আফরিন ও উম্মে হানি তানিয়া প্রমুখ।
বক্তাগণ জানান, তাদের ন্যায্য দাবী মেনে না নেওয়া হলে অচিরেই বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেবেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টগণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর