# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় যুবলীগ ও আওয়ামীলীগের ২ নেতাকে আটক করেছে থানা পুলিশ। গতকাল ৩ নভেম্বর রবিবার আনুমানিক রাত সাড়ে ০৯ টায় উপজেলার টিএন্ডটি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, দক্ষিন চকযদু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ মাহবুব আলম বাপ্পি (৩৫) ও রসপুর গ্রামের আজিজুর ইসলামের ছেলে খেলনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সেকেন্দার আলী (৪০)।
এ বিষয়ে ধামাইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ‘গত ৫ অক্টোবর শনিবার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে মারামারির ঘটনায় একই ইউনিয়নের জোতরাম গ্রামের রাজু হোসেন নামের একজন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন। মারামারি ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলা (নম্বর ০৬) এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর