মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: আজ সকাল ১১ টায় খুলনা জেলার দৌলতপুর থানাধীন ১নং কেদারনাথ মেইন রোডের পাশে অবস্থিত মহেশ্বর পাশা গ্রামের কেন্দ্রস্থল এবং বাজারের পরিবেশ দার ও মহেশ্বরপাশা মাধ্যমিক বিদ্যালয় এবং দৌলতপুর আলিম মাদ্রাসা এর মধ্যবর্তী স্থানে মহেশ্বর পাশা দিঘির দক্ষিণ পাশে অপরিকল্পিতভাবে স্থাপিত ডাস্টবিন অপসারণ এবং দীঘির সৌন্দর্য বৃদ্ধির দাবিতে মায়েরশর পাশে এলাকাবাসীর উদ্যোগে এবং ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোঃ আবীর হোসেন এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তৃতা করেন নাহিদ ফাতেমা প্রধান শিক্ষক মহোশ্বর মাধ্যমিক বিদ্যালয়। তিনি বলেন, আমাদের স্কুলের পাশে দীর্ঘদিন অপরিকল্পিতভাবে এই ডাস্টবিনে ময়লা ফেলা হয়। যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের ছাত্রছাত্রীরা বিদ্যালয় এর আসতে পারে না। তিনি দ্রুত এর অপসারণ বা অন্য স্থানে হস্তান্তর করার জন্য খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এসময় আরো বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম মিঠু, তিনি কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন এই দীঘিরপাড় একটি মুক্ত পরিবেশ দুই পাশে শিক্ষা প্রতিষ্ঠান এক পাশে মহেশ্বরে পাশের মাধ্যমিক বিদ্যালয় অন্য পাশে দৌলতপুর আলিম মাদ্রাসা শত শত শিক্ষক, শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করেন আশেপাশে অনেক প্রতিষ্ঠান রয়েছে, এবং এলাকাবাসীর এই রাস্তা দিয়েই অতিক্রম করে কিন্তু দুর্গন্ধ এতটাই যে মানুষ যেতেই পারে না নাক বন্ধ করে যেতে হয়।
তিনি ঊর্ধধান কর্তৃপক্ষ প্রশাসন ও সিটি কর্পোরেশনের কাছে দাবি জানিয়েছেন আগামী ৭২ ঘণ্টার ভেতর এখান থেকে সরিয়ে অন্যকোথাও অবসারণ করার জন্য। কারণ কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি করছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এসময় আরো বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল ফারুক মামুন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সানি, হাসান শেখ, আলম চৌধুরী ,এলেম হাওলাদার, আরো উপস্থিত ছিলেন দৌলতপুর আলিম মাদ্রাসার উপাধাক্ষ আব্দুল মান্নান মাওলানা আবুল হাসান, কবির হোসাইন , মোড়ল জাহিদুর রহমান, সেলিম হোসেন,মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসাইন, আনসার ঢালী, আলিম, শিমুলপ্রমুখ।#