জিয়াউল কবীর: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর নামক এলাকায় দোকানঘরের মালিকানা কে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে । নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৬০) তিনি বসন্তপুর তেলিবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
আহতরা হলেন নিহত কবির হোসেন এর ছেলে নূরনবী (২৮) ভাই এজাজুল (৬২) আনারুল (৪৫)আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কবির হোসান।
নিহত কবির হোসেনের ভাতিজা রফিকুল ইসলাম বলেন,বসন্তপুর মোড় এলাকায় প্রায় ৬০ বছর আগে থেকে আমর বাপ দাদারা এই মাটির দোকানটি করে আসছে কিন্তু প্রায় দুই বছর থেকে রহমান হাজির ছেলে কবির,মনিরুল, বাবু,নজরুল, জিয়ারুল,শানু,পিয়ারুল এরা ৬/৭ ভাই মিলে তারা মালিকানা দাবী করে কবির হোসেন দেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদ, পুলিশ ফাঁড়ি এবং সব শেষে আদালতের শরণাপন্ন হলে আদালত যার দখল তার মাটি মর্মে কবির হোসেনকে রায় দেয়। কবির হোসেন ও তার ছেলে নূর নবী দোকান মেরামতের কাজ করতে গেলে সসন্ত্রাসী রহমান হাজির ছেলে সানি,মুরশালিন,রাইহান,শিমুল বদিউজ্জামানরা কবিরদের কে হামলা চালায়। আহত হলে করিব হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হয়। শনিবার সকাল ৯টার দিকে তিনি মারাজান।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রস্থুতি চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর