বিশেষ প্রতিনিধি................................................................
দেশকে এগিয়ে নিতে নোঙ্গরকে শক্ত করে ধরতে হবে। বর্তমান তরুণরাই আগামীতে নের্তৃত্ব দিবেন, মুরুব্বি যারা আছেন তারা ছায়া দিবেন। নোঙ্গরের পক্ষ থেকে বাপ-মা, ভাই-বোন, শিক্ষক সহ পরিচিতজন, আত্মীস্বজনের কাছে সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে নোঙ্গর প্রতীকে ভোট দেন।
সোমবার(২৫ ডিসেম্বর) রাত ১০ টায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ এর নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় কালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)দলের মুখ্য সমন্বয়কারী ড. কামরুল আহসান।
তিনি আরো বলেন, অধ্যক্ষ সাহেব একজন ভালো মানুষ। ভাগ্যের পরিবর্তন আনতে হলে ভালো মানুষের পক্ষ নিতে হবে। তার হাতে নোঙ্গর প্রতীক দিতে পেরে আমরাও গর্বিত।
অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন,২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের ফল হবে বিজয়ের। এ সময় তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চল্ চল্ চল্ কবিতার অংশ বিশেষ পাঠ করে বলেন, উষার দুয়ারে হানি আঘাত,আমরা আনিব রাঙা প্রভাত, আমারা টুটাবো তিমির রাত বাঁধার বিন্ধা চল। চলরে নওজোয়ান শোনরে পাতিয়া কান, মৃত্যু-তোরণ দুয়ারে- দুয়ারে জীবনের আহ্বান।
তিনি আরো বলেন, আলোকিত বালাদেশ গড়ার জন্য স্বচ্ছ পরিছন্ন একটি দল বিএনএম। সেই দলের প্রার্থী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিএনএম এর দলীয় প্রতীক নোঙ্গর প্রতীকে রাজশাহী-৬ আসনে(বাঘা চারঘাট) নির্বাচনী মাঠে লড়াই করতে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো জনগনের পাশে থাকবো।
বাঘা পৌর সভার বাঘা বাজারের পূর্বে মুসা মার্কেটে দলটির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে উপজেলা কমিটির সমন্বয়কারী রুবেল আহমেদ এর সঞ্চালনায় মত বিনিময সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী টুংকু মুকিত সহ দলীয় নেতাকর্মী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর