শাহরিন সুলতানা সুমা: আগামী ২৮ সেপ্টেম্বর’২৫ শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালনের জন্য যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, জেলা শাখার সদস্য সম্পা দেব উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পূজা মন্ডপ, মন্দির ও এর আশপাশে এলাকায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল, নিয়ন্ত্রণ কক্ষ ও পর্যাপ্ত জনবল নিয়োগ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট বিশেষভাবে অনুরোধ জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর