# এম আর,মানিক, দূর্গাপুর প্রতিনিধি : "পিপিআর রোগের টিকা দিন, ছাগলওভেড়া সুস্থ্য রাখুন" এই প্রতিপাদ্য সামনে রেখে(২১ অক্টোবর) সকাল ৮টা হতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দূর্গাপুর, রাজশাহী এর আয়োজনে, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এর লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দূর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভ্যাকসিনেটর মোঃ মাসুদ রানা দুর্গাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড শ্রীপুর কেন্দ্রে প্রায় দুই শতাধিক ছাগলকে এই টিকা প্রদান করেন। ভ্যাকসিনেটর মোঃ মাসুদ রানার মত উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ভ্যাকসিনেটর আছেন। দুর্গাপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিনামূল্যে এই পিপিআর টিকা প্রদান করেন প্রত্যেকটা ইউনিয়নের ভ্যাকসিনেটরা।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃমোছাঃজান্নাতুল ফেরদৌস এর কাছে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর মাসের শুরু হয় প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ২০২৪ সালের অক্টোবর এবংনভেম্বরে প্রদান করা হয়, ২০২৫ সালে আবারও দ্বিতীয় ডোজের টিকা বাদ পড়ে যাওয়া গর্ভবতী এবং বাচ্চাদের এই পিপিআর টিকা প্রদান করা হয়েছে এবংবিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হয়েছে।
ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলামের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বরত ৭জন ভ্যাকসিনেটারদের পাশাপাশি ১০ জন ইন্টারনি ডাক্তার এই বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করতে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত দুর্গাপুরের মোট ২ লক্ষ ৯ হাজার ৭শত ছাগল ও ভেড়াকে এই পিপিআর টিকা প্রদান করা হয়েছে, এবং এই টিকা ক্যাম্পেইন চলমান রয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় প্রতিটা পরিবার হতে তাদের ছাগল এবং ভেড়াকে নিজ দায়িত্বে টিকা দিয়ে নিয়ে যায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর