মোঃ মমিনুল ইসলাম মুন: রাজশাহীর দূর্গাপুর উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রাম সংলগ্ন নান্দিগ্রাম বিলে দুইটি পুকুরে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত ১৬ জুন রোববার গভীর রাতে কয়ামাজমপুর গ্রাম সংলগ্ন নান্দিগ্রাম বিলে এ ঘটনা ঘটে।
জানা যায়, মৎস্যচাষি কয়ামাজমপুর গ্রামের শ্রী মহিনি মোহন সরকারের ছেলে দেব্রত সরকার নান্দ্রিগ্রাম বিলে একটি ৩৪ বিঘা ও আরেকটি ৩৬ বিঘা পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন দেব্রত। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গত ১৬ জুন রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে ২ পুকুরে থাকা বহু মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
মৎস্যচাষি দেব্রত সরকার জানান, নান্দিগ্রাম বিলে ২ টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছি দীর্ঘদিন যাবত। গত ১৭ জুন সকালে পুকুরের পোনা মাছ সব মারা গিয়ে পানিতে ভাসছিলো। বিষয়টি এলাকার লোকজন মুঠো ফোনে জানালে সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি মাছ সব মরে পানিতে ভাসছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই পুকুর মালিক কয়ামাজমপুর গ্রামের শ্রী মহিনি মোহন সরকারের ছেলে দেব্রত সরকার। এ ঘটনায় গত ১৭ জুন সোমবার দূর্গাপুর থানায় সাধারন ডায়েরি করেছেন। শত্রুতা করে একটি পক্ষ এতো বড় ক্ষতি করেছে বলে অভিযোগ দেব্রত সরকার।
এ বিষয় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বলেন, ওই মৎস্যচাষী থানায় এসেছে অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, বিষয়টি চরম অন্যায়। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর