# এম আর মানিক, দূর্গাপুর, রাজশাহী : পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন কিশোর কিশোরী ক্লাবের সদস্য মিনহাজ মোল্লাএবংগীতা পাঠ করেন মনিষা দাস। "আমি কন্যা শিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ অক্টোবর বুধবার) বেলা১১ টায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ র্যালি শেষে দূর্গাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মোঃ শফিকুল ইসলাম স্বপন এর সঞ্চালনায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় দূর্গাপুর, রাজশাহী কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সাবরিনা শারমিন এর সভাপতিত্বে আজকের আলোচনা সভায় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, দূর্গাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা,জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ র্যালি ও আলোচনা সভাকে সফল করতে দূর্গাপুর উপজেলা পরিষদ সভাকক্ষ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হুদা, উপসহকারী পাট কর্মকর্তা তোবারক হোসেন, সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আজগর আলি, এবং কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার খাদিজাতুল কুবরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং দূর্গাপুর উপজেলায় দায়িত্ব প্রাপ্ত কিশোর কিশোরী ক্লাবের সকল সংগীত শিক্ষক, আবৃত্তির শিক্ষক সহ ছাত্র ছাত্রী গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, কন্যা শিশুরা সমাজের বোঝা নয়, তারাও দেশের অনেক সম্মান বয়ে আনতে পারে তাই সমাজের সার্বিক উন্নয়নের জন্য কন্যাশিশুর অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মানুষিক বিকাশের জন্য খেলাধুলার ব্যবস্হা করতে হবে,বাল্যবিবাহ দূর করতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মেয়েদের প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্নপূরণের সুযোগ সৃষ্টি করতে হবে। তবেই আজকের কন্যা শিশুরাই একদিন বড় হয়ে দেশের সুনাম বয়ে আনবে এবং সঠিক নেতৃত্ব দানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর