মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক মহাত্মা গান্ধী পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক ও চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ফয়সাল আজম অপু আবারও জাতীয় পর্যায়ে জোড়া সম্মাননায় ভূষিত হচ্ছেন। সাংবাদিকতা ও গণমাধ্যম জগতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এবারের ‘৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ এবং ‘স্টার বাংলাদেশ মিডিয়া এন্ড উদ্যোক্তা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা প্রদান করা হচ্ছে।
প্রথম সম্মাননাটি প্রদান করা হবে আগামী ২৫ জুলাই শুক্রবার, রাজধানীর মালিবাগে স্কাই সিটি ফোর স্টার হোটেলের ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জয়নুল আবেদিন।
সভাপতিত্ব করবেন সাবেক তথ্য সচিব ও ৭১ মিডিয়া ভিশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক থাকবেন একুশে পদকপ্রাপ্ত ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খাতুন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নুর উদ্দিন আহমেদ, রেজাবুদ্দৌলা, সংগীতশিল্পী ফেরদৌস আরা, মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী দীপা খন্দকার, জাসাস সহ-সভাপতি লিয়াকত আলী, এবং ইভেন্ট সিটির সিইও হাসান ইকরাম আহম্মেদ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশসেরা শিল্পীরা। এছাড়া আগামী ২৬ জুলাই শনিবার, ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে ‘স্টার বাংলাদেশ মিডিয়া এন্ড উদ্যোক্তা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’-এও সম্মানিত করা হবে ফয়সাল আজম অপুকে। এই আয়োজনে দেশের বিশিষ্টজনেরা পুরস্কার প্রদান করবেন। ফয়সাল আজম অপু ছাড়াও এই দুটি আয়োজনে সম্মাননা পাচ্ছেন দেশের জনপ্রিয় তারকা ও প্রভাবশালী ব্যক্তিত্বরা। এদের মধ্যে রয়েছেন—চিত্রপরিচালক শিহাব শাহিন, চিত্রনায়িকা পূজা চেরী, সংগীতশিল্পী তানজিব সরোয়ার, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি, অভিনেতা ফারহান আহমেদ জোভান, মুকিত জাকারিয়া, তানজিম সাইয়ারা তটিনি, মারিয়া মিম, ব্র্যান্ড প্রোমোটার তাসনুভা হৃদি, মডেল ইলিয়াস বি.কে. প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে—ব্যবসা, উদ্যোক্তা, চলচ্চিত্র, নাটক, সাংবাদিকতা, সংগীত, নৃত্য, শিক্ষা, সমাজসেবা ও চিকিৎসাসহ মোট ২০টি বিভাগে গুণীজনদের সম্মাননা দেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর