আব্দুল বাতেনঃ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৪ অক্টোবর (শনিবার) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে। এ সময়ের মধ্যে শুধুমাত্র বন্দর দিয়ে পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। ফলে ভারত ও বাংলাদেশের ভ্রমণকারীরা প্রতিদিনই ইমিগ্রেশন কার্যক্রমের মাধ্যমে যাতায়াত করতে পারবেন।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “দুর্গাপূজার কারণে প্রতিবছরের মতো এবারও আট দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিকভাবেই চলবে।” এদিকে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করেছেন। তারা মনে করছেন, নিত্যপণ্য আমদানিতে সাময়িক প্রভাব পড়তে পারে। তবে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন ছুটি নিয়মিত থাকায় ব্যবসায়ীরা আগেভাগেই প্রস্তুতি নিয়ে থাকেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর