# এম আর মানিক, দূর্গাপুর, রাজশাহী : দুর্গাপুর উপজেলা বিএনপি কতৃক সদ্য ঘোষিত বাণিজ্যিক ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে দূর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (৫ অক্টোবর রবিবার) বাদ জোহর দুর্গাপুর উপজেলাধীন সকল ইউনিয়নের ত্যাগী ও নির্যাতিত বি এন পি নেতৃবৃন্দ দুর্গাপুর, রাজশাহী এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠানটি দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ ভবনে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা বি এন পির সাবেক সভাপতি আকবর হোসেন বাবলু এর সভাপতিত্বে উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম ফারুক সুমন, উপজেলা বিএনপি এর আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, আহবায়ক কমিটির সদস্য গোলাম মোর্শেদ শিবলী,পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল।
উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ৪নং দেলুয়া বাড়ি ইউনিয়নের বি এন পি নেতা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন পৌর বিএন পির সিনিয়র যুগ্ন আহবায়ক আয়নাল হক। পানানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান সাবদুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম, উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল মান্নান।
দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, নবগঠিত কমিটিতে বিগত সময় কারানির্যাতনের শিকার হওয়া ত্যাগী, যোগ্য নেতাদের বাদ দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সুবিধামতো লোক দিয়ে পকেট কমিটি করা হয়েছে। দলের ত্যাগী নেতা অনেকেই বিভিন্ন ইউনিয়নের দুঃসময়ে ত্যাগ স্বীকার করেছেন অথচ নতুন কমিটিতে তাদেরকে বাদ দেয়া হয়েছে। বিএনপি হচ্ছে ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীদের দল। অথচ সদ্য ঘোষিত ছয়টি ইউনিয়ন কমিটিতে মাঠে-সংগ্রামে থাকা কর্মীদের উপেক্ষা করে এমন সব ব্যাক্তিকে স্থান দেওয়া হয়েছে, যারা কখনো দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। এতে প্রকৃত নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়েছে।”
সংবাদ সম্মেলনে আরো প্রকাশ করা হয় দুর্গাপুর উপজেলায় গত ১৯মে২০২৫ ইং তারিখ হতে বিএনপির ৭টি ইউনিয়ন কমিটি গঠনের উদ্দেশ্যে কাউন্সিল শুরু হয়। পরে গত ২৯মে বৃহস্পতিবার ২০২৫ ইং তারিখে নাম প্রস্তাবনা গ্রহণ শেষ করেন। দীর্ঘ ৪ মাস পর রাজশাহী জেলা বিএনপি ও কেন্দ্রের কোন নির্দেশনা বা অনুমতি ছাড়াই গত ২৮সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ স্বাক্ষরিত কমিটি ০২অক্টোবর ২০২৫ ইং তারিখে মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর