আজ বুধবার দুপুর আড়াইটায় মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেড- এর মহাব্যবস্থাপক (পিইপিএন্ডএম) মো. আবু তালেব ফরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টা থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ বুধবার দুপুর ১২ টা থেকে পূর্ণমাত্রায় খনি থেকে পাথর উত্তোলন কাজ শুরু হয়েছে। এতে প্রতিদিন গড়ে পাঁচহাজার মেট্টিক টনের অধিক পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় সাড়ে আটলাখ মেট্রিকটন পাথর মজুত রয়েছে। খনি থেকে পাথর উত্তোলন বন্ধ থাকা অবস্থায় গত দুইমাসে দুই লাখ মেট্রিক টনেরও অধিক পাথর বিক্রি করা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে খনি থেকে পাথর উত্তোলন কাজ করছেন বেলারুশের ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া স্ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর