দিনাজপুর প্রতিনিধি.....................
আজ ৪ আগষ্ট বৃহস্পতিবার দিনাজপুর শহরের প্রানকেন্দ্র কালিতলাস্থ ছানাপীর দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে ফলজ গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।
ছানাপীর দাখিল মাদ্রাসার সুপার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকু্জ্জামান চৌধুরী মাইকেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতর্ৃক পদকপ্রাপ্ত বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাজাহান নভেল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাদ্রাসার সহকারি শিক্ষক ওয়াজেদ আলী।
গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধণ করতে গিয়ে প্রধান অতিথি মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন, গাছকে ভালোবাসতে হবে নিজের দেশের মতো করে। গাছ মানুষকের অক্সিজেন দিয়ে বাঁচায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এই মাদ্রাসার শিক্ষাথর্ীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে তাদের হৃদয়ে দেশপ্রেম সৃষ্টি হবে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্দ্যেগে দিনাজপুরে এ পর্যন্ত ৫০হাজার গাছ বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। আমার বিশ্বাস যে ফলজ গাছ শিক্ষাথীর্দের মাছে বিতরণ করা হয়েছে সেই গাছের ফল খেয়ে তাদের মেধার বিকাশ ঘটবে। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর