প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৫:৩২ এ.এম
দিনমজুর জুয়েলের বাঁচার আকুতি. অর্থের অভাবে হচ্ছেনা চিকিৎসা

# ফজলুল হক( ময়মনসিংহ) ধোবাউড়া: অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় এখন জীবন মরণের সন্ধিক্ষণে রয়েছেন ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামের মো: জুয়েল (৩৫)। পেশায় তিনি একজন দিনমজুর। চাঁর সন্তানের জনক। স্ত্রী ঢাকায় চলে গেছে খোঁজ নেইনা স্বামীর।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামের মো: সাইবদ্দিনের পুত্র দিনমজুর জুয়েল ফুসফুসে ভাইরাস আক্রান্ত পানি জমা হয়ে মৃত্যু সন্ধিক্ষণে প্রহর গুনছেন। কঙ্কাল সার নিথর দেহ নিয়ে খালি গায়ে শুয়ে আছে জীর্ণশীর্ণ ঘরে। হাত পায়ে বিভৎস ঘা হয়েছে।
এক সময় কোন রকম ভাবে দিনমজুর কাজ করে পরিবার পরিজন নিয়ে কোন রকম চলছিল তার সংসার । দুই মাস যাবৎ ফুসফুসে পানি জমেছে, যা ধরা পড়েছে। হাত পায়ে চর্ম ঘা হয়েছে। চোখ হলুদ হয়ে গেছে , শরীরের প্রতিটি হাড় বের হয়ে গেছে, কংকালসার দেহ নিয়ে পড়ে আছে । এখন চিকিৎসার জন্য হাজার হাজার কি লাখ টাকা প্রয়োজন। কিন্তু কিছুই তো নেই, নানির দেয়া ভিটে বাড়ী টুকু ছাড়া । চিকিৎসার জন্য নিজ এলাকা থেকে হাঁত পেতে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ডাক্তার বলছে চিকিৎসা ব্যায়রবহুল অর্থের প্রয়োজন। এলাকায় ঘুরে ফিরে সামন্য কিছু টাকা উঠেছে। চিকিৎসার জন্য বাকি টাকা কোথায় পাবে সে । ফলে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে টাকার অভাবে।
জুয়েল বলে আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন। জুয়েলের নানী- জানান আমার বাড়িতে এরা থাকে দেরকাঠা জমি এখান থেকে আধা কাঠা বিক্রি করলাম চিকিৎসার জন্য। ইউপি সদস্য আব্দুস ছালাম খোঁজখবর নিবেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজজ্বল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে ট্রেনিংয়ে আছে বলে জানান, এসে তিনি বিষয়টি দেখবেন। দেশের বিত্তবান, ধনী, হৃদয়বানবানরা এ অসহায় মানুষটির পাশে এসে দাঁড়াতে পারেন। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর জুয়েলের ভাই / সোহেলের মোবা: বিকাশ- ০১৯০৬৭৩৭৬৪৭ নগদ-০১৭৭৯৩৩১১২৬।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর