মোঃ রোকন উদ্দিন জয়, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর, বুধবার বিকেলে দামপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দামপাড়া বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন চৌধুরী লিটন বলেন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অতীতে তাকে অন্যায়ভাবে বন্দী রেখে মানবিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। তার এই কঠিন সময়ে আমরা সবাই মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, চকবাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসাইন, মহানগর বিএনপির নেতা শফিক আহমদ, রফিক সাদার, ১৫ নং বাগমনিরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-আহ্বায়ক আবু ফয়েজ,বাগমনিরাম বিএনপি নেতা জামাল সর্দার, মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন আনু, ওয়ার্ড বিএনপি নেতা ওবায়দুল হক, শামসুদ্দোহা, আহমদ হোসেন, মো. সাহাবুদ্দিন, আব্দুল মালেক, জাহেদুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার সুস্থ নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর